Skip to content

পহেলা বৈশাখ – প্রসূন গোস্বামী

শব্দের ঝর্ণাধারায় ভেসে আসে পহেলা বৈশাখ,
নবজীবনের সুর বাজে, মন উৎফুল্ল আকাশ।
রঙের ঝলকানিতে ছেয়ে যায় ধরণি,
আনন্দের উৎসবে মুখরিত হয় গানের বাণী।

হে বৈশাখ, তোমার আগমনে বাজুক জীবনের বীণা,
প্রতিটি হৃদয়ে গুঞ্জরিত হোক তোমার সুরের খেয়া।

ফুলের অঞ্জলি তুলে মধুময় বাতাসে,
পাখিরা গান গায়, উড়ে যায় আকাশে।
প্রকৃতির বুকে জাগে নবজাগরণের আবেশ,
শিশুরা খেলে আনন্দে, মাতিয়ে তোলে দেশ।

ওই দেখা যায় বৈশাখের সাজে সেজেছে ধরা,
প্রাণের উৎসবে ভরেছে সবার মনের ঘড়া।

মৃদু স্পর্শে বাতাস, নীল আকাশের নীচে,
প্রজাপতি নৃত্য করে, রঙিন রেণুর মেঘে।
সোনালি ধানের শিষে, বাজে খুশির সুর,
গ্রামের মাঠে মাঠে, উঠুক নতুন ভোর।

বৈশাখের এই নতুন প্রভাতে জাগুক প্রাণ,
প্রতিটি প্রাণে প্রাণে বয়ে যাক নতুনের গান।

নতুন আলোয় ঝলমল করে পৃথিবীর বুক,
বৈশাখের বাতাসে বয়ে আসে নতুন সুখ।
পুরনোকে ছেড়ে যাবার আনন্দে মনে উচ্ছ্বাস,
নতুনের আগমনে ভরে ওঠে আশার আকাশ।

হে বৈশাখ, তুমি নিয়ে এসো নতুনের বার্তা,
প্রতিটি পথে পথে রচিত হোক নতুন কবিতা।

নবজীবনের আশায় হয় মন উদাসী,
বৈশাখের হাওয়ায় মেশে দীর্ঘশ্বাস ভারী।
স্মৃতির পাতায় ম্লান হাসি, অশ্রুর ধারা,
বৈষম্যের বেদনায় হৃদয় বিধে কাঁটা।

তবুও আশার আলো মনে জ্বলে,
নতুন দিনের সূচনা সুন্দর হবে।
বৈশাখের বাতাস বয়ে আনে সুরের উল্লাস,
জীবনে আনন্দ ছড়াবে, দুঃখ হবে বিনাশ।

হে বৈশাখ, তোমার মাঝে খুঁজি আমি নতুন প্রেরণা,
জীবনের পথে পথে তুমি দাও নতুন করে জেগে ওঠার কামনা।

হৃদয় কাঁপে আনন্দে, মুখরিত হয় গান,
বৈশাখ এসেছে নিয়ে নতুন জীবনের প্রাণ।
উচ্ছ্বাসের আলোয় উদ্ভাসিত পৃথিবীর অন্তর,
বৈশাখের উল্লাসিত গানে নাচে গ্রাম ও শহর।

মন্তব্য করুন