Skip to content

পল্লি স্মৃতি – ইমাম হাসান

আগের মতো হয় না রে ভাই
শিশির ভেজা ঘাসের উপর
খালি পায়ে হেঁটে চলা।
হয়না তো আর দুপুর বেলায়
পুকুর ঘাটে জড়ো হয়ে
সবাই মিলে মাছ ধরাটা।

এখন তো আর হয়না না রে ভাই
বিকেল বেলায় পথের ধারের
নীল গগনে ঘুড়ির মেলা।
হয়না রে আর সন্ধ্যা বেলার
রুপকাথার ওই গল্প বলার
আড্ডাখানায় বসে থাকা।

আগের মতো হয়না রে ভাই
খুব দ্রুত ঘুমিয়ে যাওয়া
বারে বারে মনের মাঝে
খুব যতনে ভেসে ওঠে
ইট, পাথরে ঢেকে যাওয়া
পল্লির সেই স্মৃতির কথা।

মন্তব্য করুন