Skip to content

পরদেশী নই বাংলাদেশী – দেবশ্রী মন্ডল

এ দেশ আমার,
হ্যাঁ এদেশ আমার।
এখানেই আমার জন্ম।
এখানেই আমার বাবার জন্ম।
আমার বাবার বাবার জন্ম।
তার পরদাদারও জন্ম এই মাটিতেই।
আমি আমার সাত পুরুষের নাম জানি।
সাত পুরুষের জন্মের স্থান ও আমার জানা।
অত্যাচারিত জীবনে একাত্তরের অক্টোবরের এক সন্ধ্যায় আমার মায়ের জন্ম এদেশেরই এক অজ গ্রামের রাস্তার পাশের এক বাঁশ ঝাড়ের আড়ালে।
মুক্তিযুদ্ধের সময় আমাদের ঘরবাড়ি পুড়েছে।
পোড়া ভিটেয় ফিরে এসে দুঃসহ জীবন সংগ্রামে স্বাধীনতার স্বাদ নিয়েছেন আমার কিশোর বাবা।
তাদের বাদাকাটা এই জমিতে আমারও জন্ম।
তাই আমাকে পরদেশী বলবেন না।
আবার শেকড়ের পরিচয় আমি বাঙালি।
আমার ধর্মের নাম সনাতন।
আমি বাংলাদেশী, আমি বাঙালি, আর হ্যাঁ আবারো বলছি – আমার ধর্মের নাম সনাতন।
যাকে হিন্দু বলুন, মালাউন বলুন, অন্য দেশের এজেন্ট বলুন, কিন্তু দয়া করে পরদেশী বলবেন না।
আমাকে পরদেশী বলবেন না।
আমার বাপ পরদাদার এই দেশে, সাত পুরুষের দেশে, হাজার বছর ধরে সম্প্রীতির এই দেশে ,আজ সব মেনে নিচ্ছি….
কিন্তু পরদেশী গালি কখনোই মেনে নেব না।
স্পষ্ট জানিয়ে দিচ্ছি –
আমার জন্মভূমির নাম বাংলাদেশ।
আমার দেশের নাম বাংলাদেশ।
আমার অস্তিত্বের নাম বাংলাদেশ।
আমার ভালবাসার নাম বাংলাদেশ।।

মন্তব্য করুন