Skip to content

পরকিয়ার উদ্যানে কত সূরভী-নন্দিনী,
স্বামীর প্রেম ভেঙ্গে ছুটেছে তরঙ্গ তটনী।
পর নরে আসক্ত গভীর রজনী গোপনে,
নরও পর নারীতে রোমাঞ্চিত ফুলবনে।
সুখের সংসার বিরহে কাতরা গৃহ চূড়ে,
সন্তান পিতা হারা, মাতা হারা- জ্বলে পুড়ে।
প্রেম ভালবাসার কণাগুলো অশ্রুজলে
বিরহের কবিতা রচে রক্তমাখা আঁচলে।
স্বর্গিয় সুখ নাহি আসে ফিরে সংসার মূলে,
পরকিয়ার উদ্যানে নষ্ট চরিত্রেরা দলে দলে
আমোদ- প্রমোদে মৃত্যুর বিষ পানে
নগ্ন শরীরে প্রকাশ্যে- গোপনে-
নিষিদ্ধ বন্ধনে চারিদিকে কত শত দুঃখে,
পৃথিবী অশ্রুজলে পরকিয়ার বিরহ শোকে।
————————————

মন্তব্য করুন