Skip to content

পদ্মা নদীর মাঝি – রাজা চক্রবর্তী

পদ্মা নদীর মাঝি
পারে আইসো নাইয়া ,
তোমার ভাঙ্গা তরী লইয়া
আমি পার হবো যে পদ্মা নদী ,
তোমার ভাঙ্গা নাও এ চইড়া ।

একুল থেকে ও কুল দেখি ,
শুধুই যে জোয়ার ।
জোয়ার ভাটায় জীবন গড়া,
পদ্মারি বাহার ।
আমি যৌবন পাকে কুল হারাইলাম ।
পদ্মার পাড়ে আইয়া ।

চারিদিকে বালুর চড়া,
মধ্যে নিরালা ।
বৈয়া বৈয়া ভাবি পদ্মার যৌবন চলিয়া যায় ।
দিবানিশি কান্দি একা,
নদীর পাড়ে বইয়া ।
সময় যে যায় পদ্মা নদীর,
ঢেউ তরঙ্গ দেইখা ।
আমি একুল ওকুল দুকুল হারাইলাম
পদ্মার পারে আইয়া ।

1 thought on “পদ্মা নদীর মাঝি – রাজা চক্রবর্তী”

মন্তব্য করুন