Skip to content

পথ চেয়ে বসে আছি

এ তুমি কেমন তুমি দেখে ও দেখলে না যে
পথ চেয়ে বসে আছি আজি এই জোৎস্না রাতে
ছোটবেলার কথা গুলি তোমার কি মনে পড়ে
পাড়ার ওই মিষ্টি মেয়েটি আজো কি মনে ধরে
তোমার ঐ চুপকথাটা কেমন যেন কানে বাজে
না লেখা ওই চিঠিটা আজো খুঁজি আশেপাশে
শিশির ভেজা ভোরের বেলা তুমি কি এসেছিলে
আমার পাশের বালিশটাতে তুমি কি শুয়েছিল
কে যেন ডাকে আমায় মিষ্টি এই নামটা নিয়ে
পথ চেয়ে বসে আছি আজি এই জোৎস্না রাতে

বৈশাখী ঝড়ের রাতটি ভেবেও মন কেঁপে যায়
হাহাকারের শব্দটি আমায় কেমন চমকে দেয়ে
লোকে যা বলে বলুক ছুটে গেলাম তোমার কাছে
গিয়ে দেখি তুমি নেই নিষ্প্রাণ শরীরটা পড়ে আছে
স্তবধ হয়ে চেয়ে রইলাম দু চোখ ভরা জল নিয়ে
শুনছো তুমি দেখো আমি এসেছি তোমার কাছে
ইচ্ছে হয় ডানা মেলে উড়ে যাই ওই আকাশে
তুমি কি তারার দেশে আছো আমার অপেক্ষাতে
কথা দাও আসবে তুমি স্বপ্ন হয়ে আমার কাছে
পথ চেয়ে বসে আছি আজি এই জোৎস্না রাতে

মন্তব্য করুন