Skip to content

ন্যবধান — নজরুল ইসলাম খান

ব্যবধান
———————-
—————নজরুল ইসলাম

তোমার আকাশ রৌদ্রোজ্জ্বল ,
আমার আকাশ মেঘলা।
তুমি চল সমভিব্যাহারে
আমি চলি একলা ।
তোমার পথ কুসুমাস্তীর্ণ ,
আমার পথ বন্ধুর।
তুমি আঁক আল্পনা ,
আমি আঁকি বিধুর ।
তুমি দেখ স্বপ্ন চোখে ,
আমি দেখি দুঃস্বপ্ন ।
তুমি কর সুখ বিলাস।
আমি থাকি উদ্বিগ্ন ।
তোমার আমার সমান্তরাল পথ,
কখনো যা মিলে না।
তুমি আমায় ভালোবাসলে ,
আমি ভাবি করুণা ।
ভালোবাসা তখনই হয়,
যখন রয়না ব্যবধান ।
তা না হলে ভালোবাসা,
হয় একদিন তিরোধান ।
১৪/১১/২০২১
টুটপাড়া , খুলনা

মন্তব্য করুন