Skip to content

নেক্সট বসন্তে

আবার এসে দাঁড়ালাম
শতাব্দ প্রাচীন সময়টার পাশে
বললাম – এসেছি।
সেদিন
দুলে উঠছিল ওর মাথা, মগডাল শাখে দোল দিয়ে
জানিয়েছিল – বেশ তো
করস্পুটে বাড়িয়ে দিত একগুচ্ছ কুড়িসহ ফুল
শিশিরগুলো ঝড়ে পড়ত তালুতে
চোখ মেলতাম, নিদারুণ ভালোলাগায়
ঘাড় দুলে বলে উঠত ” মর্নিং ”

কিছু পরে —

শিউরে উঠলাম
এ-কি কঙ্কালসার তুমি ! সেই মেদুর বৃন্তপত্ররাজি
নয়নাভিরাম রুপ রসে প্লাবিত
প্রাণ মন, দাঁড়িয়ে থাকতাম ঘন্টার পর ঘন্টা,
প্রণয় কাব্যে ভরে উঠত
ভেতরের অনেকখানি, কর্ষিত রাত্রির
সেই তুমি আমি, কাছে গেলেই আলতো ছুঁয়ে দিতে
চোখ, গাল, মুখ
সেই তুমি?সেই তু-মি?

মন্তব্য করুন