Skip to content

নূতন করে– পূজারী কুণ্ডুয়াশিস

বেশ তো গায়ে মাখলে হলুদ!
আলতা পায়ে;
কপালে সিঁদুর!

ভুলেই গেলে প্রেমের কথা?
সে প্রেম এখন–
অনেক টা দূর!

নূতন করে,
কোন জনমের?
পড়লে বাঁধা! সাতপাকে কার?

থাকবে কি প্রেম!
বাঁচবে আবার?
আমার মতো ছিঁড়বে কি তার!

জানিও আমায়-
বু-নবো আমি মনের সুখে;
নিখুঁত বুনন। তার আর তোমার!

আর হেরো না।
প্রেমের বাঁধন;
দয়া করে ছিঁড়ো ও না আর!

আর খেলো না জীবন নিয়ে;
রঙিন মুখে!
থেকো সুখে।

আমার আমি–
কাটিয়ে দেবে,
প্রেমের কথা ভেবে ভেবে।

বাঁচবো আমি!
নূতন করে–
হারিয়ে যাওয়া তোমায় নিয়ে!

বেশ তো গায়ে মাখলে হলুদ!
আলতা পায়ে;
কপালে সিঁদুর!

ভুলেই গেলে প্রেমের কথা?
সে প্রেম এখন–
অনেক টা দূর!

নূতন করে,
কোন জনমের?
পড়লে বাঁধা! সাতপাকে কার?

থাকবে কি প্রেম!
বাঁচবে আবার?
আমার মতো ছিঁড়বে কি তার!

জানিও আমায়-
বু-নবো আমি মনের সুখে;
নিখুঁত বুনন। তার আর তোমার!

আর হেরো না।
প্রেমের বাঁধন;
দয়া করে ছিঁড়ো ও না আর!

আর খেলো না জীবন নিয়ে;
রঙিন মুখে!
থেকো সুখে।

আমার আমি–
কাটিয়ে দেবে,
প্রেমের কথা ভেবে ভেবে।

বাঁচবো আমি!
নূতন করে–
হারিয়ে যাওয়া তোমায় নিয়ে!

বেশ তো গায়ে মাখলে হলুদ!
আলতা পায়ে;
কপালে সিঁদুর!

ভুলেই গেলে প্রেমের কথা?
সে প্রেম এখন–
অনেক টা দূর!

নূতন করে,
কোন জনমের?
পড়লে বাঁধা! সাতপাকে কার?

থাকবে কি প্রেম!
বাঁচবে আবার?
আমার মতো ছিঁড়বে কি তার!

জানিও আমায়-
বু-নবো আমি মনের সুখে;
নিখুঁত বুনন। তার আর তোমার!

আর হেরো না।
প্রেমের বাঁধন;
দয়া করে ছিঁড়ো ও না আর!

আর খেলো না জীবন নিয়ে;
রঙিন মুখে!
থেকো সুখে।

আমার আমি–
কাটিয়ে দেবে,
প্রেমের কথা ভেবে ভেবে।

বাঁচবো আমি!
নূতন করে–
হারিয়ে যাওয়া তোমায় নিয়ে!

মন্তব্য করুন