Skip to content

নীল শার্ট – ফাহিমা সরকার

অবিসংবাদিত পরাজয় আমার, তুমি জয়ী হয়েছো তো?
স্বেচ্ছায় যে হেরে যায়, তুমি কতটুকুইবা দেখো তাঁর ক্ষত!
নিরবধি বয়ে যায় যে সময়,থাকছো তার ফেরার আশায়?
কত সময় আজও স্থান করে নিয়েছে,নিরঙ্কুশ অবহেলায়।
নীল শার্টে মুগ্ধতা ছিলো একদা, সে অনেক পুরনো দিন
যুদ্ধে যুদ্ধে যত রক্তপ্রবাহ, ভেতরে শুধু রক্ত জমাট ঋণ।
ব্যথিত পথের বাঁকে বাঁকে মিলিয়ে যেতে পারে, শত ভুল
তুমি বলেছিলে তোমাতেই ডুবে যাবো,ভুল হয়নি একচুল।
আমি ডুবেছি তোমাতে, তখন ছিলো ঘোর বরষার রাত্রি
ঋতু পাল্টেছে, এখন চৈত্রের তীব্র দাবদাহ, বিষন্ন ধরিত্রী।
আমি তবু তোমাকেই খুঁজি আমার হৃদয়ের সদর দপ্তরে
শিক্ষানবিশ আমি এখনও,তোমার ভীষণ পরিপক্ব শহরে।
অন্তঃসারশূন্য সে সব নীতিকথা, ছুড়ে ফেলা উচিৎ, তাও-
আমি আগলে রেখেছিই নাহয়, তাই ভেস্তে যাবে কল্পনাও
পরিত্যক্ত খোলসে নিপাট ভদ্রবেশ, অনন্যোপায় সব সুখ
চতুর্মাত্রিক বিষাদ গুলো ভালোবেসে, আমি থাকি উন্মুখ।
হয়তো বেঁচে থাকাটা ভীষণ জরুরী, ভালো থাকার দ্বিধায়
অকালেই ঝরে বিবর্ণ বন্ধন, আমি চৌচির আকস্মিকতায়
নীল শার্টের গল্প পুরনো হয়, তবু অস্থিমজ্জায় মিশে তুমি
আমি উদ্ভট প্রচারণা চালাই সুখী হবার,হতাশাই শুধু চুমি।
ঐ বর্ণচোরা কাপপ্লেট, কবিতার ছেঁড়া পান্ডুলিপি জানে
গন্তব্যে যাবার কথা উঠলে,কবিতা কেঁদে ওঠে অভিমানে।
তবুও ফিরতে হবেই, শুঁকতে নাই পুরনো নীল শার্টের গন্ধ
আমি হারাবো ওগো বিষন্ন প্রহরে,পালানোর পথ যে বন্ধ।

মন্তব্য করুন