Skip to content

নিয়তির পরিহাস; আদ্যনাথ ঘোষ

করুণ বিষাদের অন্ধকার নেমে এলো
আমাদের বর্ণালী আকাশে
বড়ো তপ্ত নিশ্বাস – যাকে স্বপ্ন বলে জানি
সেতো আজীবনের দীর্ঘশ্বাস।

এখানে ধূসর বিকেলের মরীচিকা রঙ
ফোঁটা ফোঁটা অশ্রুবিন্দু
এখানে সাপের বিষাক্ত ছোবল
মরণের আহাজারি।

যে বিষাদ ভেসে এলো গগনে
নিয়তি তার হিসাব রাখে না
দুঃখের পরিমাপ রাখে না দৃষ্টির তীক্ষ্ণতাও
শুধু অবাক হয়ে দেখি,
বিষাদে বিষাদে অশ্রু ঝরে পড়ে
হিমালয়ের অশ্রু।

বল

মন্তব্য করুন