Skip to content

নিশ্চিন্দিপুর — নজরুল ইসলাম খান

জলের মধ্যে সাঁতার কেটে
পেলাম একটা হাঁড়ি ।
হাঁড়ির গায়ে লেখা আছে
নিশ্চিন্দিপুর বাড়ি ।
বাড়ি তো নয় যেয়ে দেখি
পাখি থাকার বাসা ।
বাসার ভিতর একগাদা লোক
গায়ে গায়ে ঠাসা ।
সালাম দিয়ে জানতে চাইলাম
কেমন আছো ভাই ?
বললো তারা সুখ জানি না,
দুঃখে ও যে নাই ।
মিলে মিশে আছি সবাই
আজন্মকাল ধরে।
সবার জন্য সবাই বাঁচি,
মরি সবার তরে।

৩০/০৯/২০২৩
টুটপাড়া , খুলনা

মন্তব্য করুন