Skip to content

নিশানা চ্যুত

এক কুড়ি বয়স পেরিয়ে এলে করেছো প্রেম নাকি?
কি বলছো? এগিয়ে গেছো, কিছুটা পথ বাকি?
দেখবে কত চমক শত ফ্যাশন বাহাদুরি;
ওরা এখন নারী তো নয়, ময়দা মাখা পরী।
ভোলা তোমার প্রেম কাহিনী শুনবো তোমার কাছে;
বলবে তুমি, শুনব সবাই লজ্জা যে পাও মিছে।
ভোলার কথা শুনবি যদি চটজলদি আয় সভায়,
বলতে শুরু করলো ভোলা আপন শেখা ভঙ্গিমায়।

আমার ফ্ল্যাটের পুবের ধারে হলুদ রঙা বাড়ি
ওইখানেতেই থাকে যেনো আমার নীলাম্বরী।
এইতো সেদিন ছাদের উপর প্রথম চখাচখি,
প্রথম দেখায় উড়েছিল আমার পরান পাখি।।
কাগজ মুড়ে প্রেমের জাহাজ দিতেম আমি ছুড়ে,
ঠিক ছাদেতেই পড়তো গিয়ে এদিক ওদিক ঘুরে।
ছাদের উপর আসতো নীলা নানান অজুহাতে
মিষ্টি করে মুচকি হাসি পেতাম সাথে সাথে।
এমনি করেই চলছিল মোর প্রেমের ইতিহাস
একদিন ছাদে মা এল তাঁর ঘটল সর্বনাশ।
ছাদের উপর দাঁড়িয়ে ছিলো আমায় পিছন ফিরে,
মিলে ধরে কেশ গুলি তার শুকাচ্ছে রোদ্দুরে।
দিলাম ছুড়ে কাগজে মুড়ে ভেবে নীলাম্বরী,
লাগলো গিয়ে সঠিকভাবে পিঠের আড়াআড়ি।
যেইনা লাগা অমনি ঘুরে কাগজ নিল হাতে
আক্কেল মোর গুরুম হলো বদন দেখার সাথে।
স্টাইল করে পত্রে লেখা “তোমায় ভালোবাসি”।
পড়ার পড়ে আমার পানে দিলো লাজুক হাসি।।
নিজের মাথায় চাপড়ে বলি করলি ভীষণ মিস,
অমনি দেখি ওপার হতে ছুড়লো ফ্লাইং কিস।
বলবো না আর ভীষণ তাড়া এখন আমি যাই;
বলব পরে বাকি টুকু যদি সময় পাই।

মন্তব্য করুন