Skip to content

নির্বেদ প্রাণ –রমেন মজুমদার

নির্বেদ প্রাণ
রমেন মজুমদার,09/08/23

হতবাক-নির্বাক, নির্ণয়ে না কহে,
অযাচিত নির্বোধ প্রাণ গুমুড়ে সে কাঁদে
অবহেলা,অবাঞ্ছিত; মুক যার বধির
কি করে অবলার প্রাণ রহে সে সুস্থির?

দূত পণে হয়কি কভু বিক্রয় সংসারে ?
জয় কি হয় কভু বাহুবলে মাতার হৃদয়?
দেয় যারে মুক করে বিধাতার দানে;
কেমনে বাঁচিবে এ’প্রাণ মহত্ব সাধনে।

বিধির নিবন্ধ নির্ণয় নির্বদে নির্বোধে,
অবহেলা ভাগ্য যার যাতনার সুবোধে;
তার ভাগ্য নির্ধারণ নদীর কিনারে…
নিষ্ফল নিরন্ন আশা মুক্তি সাধিবারে।

হায়রে বিধাতা তুমি অবলারে সপিলে!
যেহেতু গঞ্জনা তিক্ত তুমি তারে দিলে!!
দানরূপে মুক বধির ভাগ্যেতে শুভার;
নিরঞ্জন তিক্ত শাপ পায় সে উপহার।।
———

মন্তব্য করুন