Skip to content

নির্বাক পৃথিবীর কান্না

কবিতা
নির্বাক পৃথ্বীর কান্না
মাহমুদুল মান্নান তারিফ

সাম্যতার নিক্তি, সজোরে বাজায় বীণ-
পিছনে কাঁদুক মানবতা, সনির্জনতায়,
পিচ্ছিল শৈলেন্দ্রে, সদৃশ্য পায়ের ছাপ-
সঙ্কট-সংশয়ে মানবতা, বীর-জনতায়।

কামুক দুনিয়ার ফানুশ, ভীষণ নির্ভীক-
নশ্বর পৃথ্বীর কতিপয়, জলাতঙ্ক রোগী,
অতৃপ্ত মনের বাসনায়, অহিংসা পোড়ায়-
দানবেই রূপান্তর আত্মা, মানবতা ভোগী।

মানবের পাপ, সয়েছে সেতো অনেক-
পৃথিবীকে বলি, স্বদেহ কাঁপানোর নির্যাশ,
কতকাল আর, জীর্ণের ভয়ে কাঁদবে পৃথ্বী-
পৃথ্বীর প্রশ্নটা, জীর্ণে- কত আর শির চাস?

রচনা-২৯ মে ২০২১

মন্তব্য করুন