Skip to content

নির্জীব — নজরুল ইসলাম খান

নির্জীব
——-
———নজরুল ইসলাম খান
তোমার মনোরঞ্জনে বন্ধু ,
হৃদয়ে খুলেছি খাতা ।
তোমার জন্য কবিতা লিখে
নিত্য ভরি তার পাতা ।
তোমার চোখে চোখ রেখে ,
আঁকি তোমারই ছবি ।
আমার যত চাওয়া আছে,
তোমার চাওয়া সবই ।
তোমার জন্য হৃদয় বীণায়
নিতুই বাধি সুর ।
তোমার গান গাইতে গাইতে
হই আমি বিধুর ।
তোমার মনের ভাব ফেরাতে
গল্প নিয়ে বসি ।
কষ্ট নিয়েও তোমার জন্য
অধরে রাখি হাসি ।
তোমার জন্য ঘুরে আসি
তেপান্তরের মাঠ ।
তোমার জন্য আমার ঘরে
বসাই চাঁদের হাট ।
এতো আয়োজন তবু তোমার
মনে ধরে না ।
তোমার মতো নির্জীব বন্ধু
চোখে পড়ে না ।

২৩/১০/২০২১
টুটপাড়া, খুলনা

মন্তব্য করুন