Skip to content

নিরাশ্রয় – বিমল মণ্ডল

শৈশব, কৈশোর ও যৌবন ভাসতে ভাসতে
ভিড়লে তোমার বুকের খাঁচায়
তোমার চোখে নীল মায়া
তোমার সমস্ত অতীত আমার কোলে চাপিয়ে
তুমি তোমার কোলে আমাকে নিলে

বিশ্বাসের সিঁড়ি পেরিয়ে
আমার নিজস্ব ব্যথা ভাগ করে নিলে
তোমার পবিত্র স্নেহের আঙিনায়
আমি যে ঠিক কখন তোমার হয়ে গেলাম
তা অন্ধকারের সেতুটি চিনিয়ে দিল।

মন্তব্য করুন