Skip to content

আপন পরিচয় হারায়ে কোথায় চলিলে হায়,
কার পিছনে ছুটিলে তুমি নিজের সত্তা হারায় !
নিজের পরিচয় বড় পরিচয় ভেবেছো কি মনে?
যদি না ফোট তুমি পুস্প সুবাসে আপন বাগানে
এ ধরা ভুলবে তোমায় হীনবল দিন দিন
মুছে যাবে স্মৃতিসব অমানিশায় আয়ূহীন।
কার প্রদীপ জ্বালাতে ছুটিলে তুমি হায়,
নিজের প্রদীপ যে নিভে গেছে কে নিভে এ দায় ?
কার জন্য পথে ঘাটে রক্ত ঝরাও দিবা-রাতি,
সে কি হয়েছে কভূ যৌবন-কুসুম-বাতি !
নিজেকে চিন নিজেকে জাগাও উজ্জ্বল- ঝলঝলে,
এ পৃথিবী জানুক তোমায় দিবাকরের আদলে।
তুমিও পারো রাঙাতে পৃথিবী রঙ ধনুর মতো,
মরীচিকার মরুদেশে জলকণা তুমি চির সতত।
নিজের পরিচয় বড় পরিচয় ভেবেছো কি মনে?
তুমুল তরঙ্গে জানিয়ে দাও তুমিও আছো ভুবনে।
—————————————-

মন্তব্য করুন