Skip to content

নিজেই হলে শিরোনাম – মোঃ আমিনুল এহছান মোল্লা

কত যে খোঁজেছি তোমায় এই পৃথিবীর বুকে,
জানি না কোন ভুবনে রচিছো কবিতা সুখে।
কত যে লিখেছিলে তুমি গল্পের উর্ধ্ব নাম
আজ তুমি নিজেই হলে পত্রিকার শিরোনাম
এই ক্ষণিকের ধরাধাম !
এইভাবে চলে যাবে ভাবিনি তো কভূ !
তবু যেতে হয় তবু ডাক দেয় অবিনশ্বর প্রভূ।
তারই অসীম কৃপায় তুমি এসেছিলে,
এই ধরার আলো হয়ে, আবার চলেও গেলে
ভুলতে চাইলেও যায় না ভুলা সেইসব কথা,
হৃদয় দপর্ণে ভেসে উঠে স্মৃতিময় সবপতা।
তুমি এসেছিলে আলোকিত সমাাজের জন্য
তুমি লিখেছিলে শিরোনাম, তুমি ছিলে অগ্রগণ্য।
আজ তুমি নিজেই হলে শিরোনাম
তোমার দপর্ণেই তুমি বেঁচে থাকবে ধরাধাম।
রেখে যাওয়া হীরা -মণিমুক্তার ঝলক নিয়ে,
পৃথিবী সাজাবো নব সাজে তোমারই হয়ে।
——————————————–

মন্তব্য করুন