Skip to content

নিঃস্ব অভিব্যক্তি – প্রসূন গোস্বামী

প্রিয় ইরা,

নিশীথের নিবিড় আঁধারে, চাঁদের মৃদু আলোয় সজল,
লিখি এ কথা, মম প্রেমের জ্যোতির্ময় স্বাক্ষর জ্বলজ্বল।
যেমন অবিরাম তরঙ্গমালা চুম্বন করে ধীর তীর,
তেমনি আমার হৃদয় তোমায় ডাকে, তোমারি প্রেমে হয় অধীর।

কারণ তুমিই আমার জীবন সঙ্গীতের সুর,
বিশ্বের কলহের মাঝে এক স্বর মধুর।
প্রতিটি স্পন্দনে আমি তোমারে ঢালি এ প্রেম,
নিখাদ ও সত্য, তুমি আমার জীবনের অপার আনন্দের হেম।

তাই জিজ্ঞেস করি, এক অবিরাম আশা নিয়ে,
আমার বেদনার সঙ্গী হবে কি তুমি, হে প্রিয়ে?
উত্তরটি নিঃশব্দ গানের মতো তোমার হৃদয়ে নিহিত,
ইরা, তোমার প্রেম কোথায় নিবেদিত?

ইতি
প্রেমিক হতে চাওয়া কবি

___________________________________

প্রিয় কবি

তোমার কথা, অন্ধকারে জোনাকির মতো নাচে,
আমাদের বন্ধুত্বের স্ফুলিঙ্গ জ্বলে, আশার মাঝে।
তোমার প্রেম, এক নদী, গভীর ও বিস্তৃত,
কিন্তু বন্ধুর ভূমিকায়, আমি অটল ও স্থিত।

কারণ আমার জীবনের বাগানে তুমি এক মধুর ফুল,
দুঃখের অন্ধকার দূর করা সান্ত্বনার গুরিয়া পুতুল।
তবুও, বন্ধু হিসাবেই রাখতে চাই আমি এ বন্ধন,
কারণ সেই আলোকেই তোমাকে দেখি আমি, সর্বক্ষণ।

বেদনা বিসর্জন দাও, না রাখো মনে কোনো বিষাদের ছায়া,
আমাদের মিলনের বন্ধন অটুট, এতে রাখো অবিচল মায়া।
বন্ধুত্বের আলিঙ্গনে আমরা থাকবো সদা সাথে সাথে,
ঝড় হোক বা রোদ, চিরকাল হাতে হাত রেখে।

ইতি
তোমার বন্ধু ইরা

মন্তব্য করুন