Skip to content

না হয় – রাজেশ সেন

কিছু কথা না হয় আজীবন না বলাই থাক
কিছু অনুভূতি আকাশ ছোঁয়ার স্পর্ধা দেখাক
কিছু ভালোলাগা চিরন্তনের বন্ধনী পাক
কিছু ভালোবাসা নতুন করে বাঁচতে শেখাক।

কিছু ন্যুব্জ পিঠে আলতো হাতের লাগুক ছোঁয়া
কিছু চেতনার আমৃত্যুই বাঁচতে চাওয়া
কিছু হৃদয় না হয় খোলামকুচির মতই ভাঙ্গুক
কিছু স্বপ্ন না হয় প্রতিদিনই রাত্রি জাগুক।

কিছু ক্ষত না হয় অবিরতই রক্ত ঝরাক
কিছু চাউনি না হয় অতর্কিতেই স্বপ্ন দেখাক
কিছু আবেগ না হয় অভিমানের পারদ চড়াক
কিছু ঠোঁটের কোণে সমর্পনের বার্তা থাক।

কিছু নিঃসঙ্গতা কুলুঙ্গিতে ঝুলতে থাকুক
কিছু ক্লান্তি না হয় জীবনভরই সঙ্গে থাকুক
কিছু প্রত্যাশারা আদ্যিকালের যুক্তি খুঁজুক
কিছু জীবন না হয় ভালোবেসেই ঝোরে পড়ুক।

মন্তব্য করুন