Skip to content

নারী – মোঃ আমিনুল ইসলাম আকাশ

কন্যাশিশুর ক্রমবিকাশে জৈবিক ই প্রধান
যেথায় বালিকা, কিশোরী, তরুণী, নারীর পরিণতি দৃশ্যমান,
মাংস পিণ্ডে গড়া নারী, তরল পদার্থের মতো
পুরুষ সত্তায় স্বাতন্ত্র্য ভুলে চাহিদা পূরণে নত।

ঋতুচক্র বিরক্তিকর প্রসব যন্ত্রণার অধিক
শরীর, মন গঠনক্রিয়ায় ঋতুক্ষরণই মৌলিক
ঋতুস্রাবের শিকল মুক্তিতে নারীসত্তা গড়ে
নারীর দেহে ইহা কেবল ভাঙ্গে কিংবা গড়ে।

দৃষ্টিভঙ্গির পরিবর্তে ঋতুচক্র ইতিবাচক কিংবা সম্মানিত
পুষ্পদেখা সহেলা নৃত্যে তা হচ্ছে উদযাপিত
শাস্তির ফল, অশুচি ঋতুমতী আরও কত কুসংস্কার
রজঃস্বলা রবে একঘরে এহেন হীনমণ্যতার পরিবর্তন দরকার।

ঋতুস্রাব নারীর সম্মান আর বেঁচে থাকার অধিকার
অন্তর্মুখী আচরণ রোধে অনুপ্রেরণা হোক সামাজিক অঙ্গীকার
অসাস্থ্যকর ঋতুক্ষরণ বন্ধ্যাত্ব বা মরণ ব্যাধির ব্যপদেশ
নারী হয়ে জন্মায় না কেউ বরং নারীতে পরিণতি প্রকৃতিরই নির্দেশ।

মন্তব্য করুন