Skip to content

* নারী তুমি জাগো * ✍️আলমগীর কবীর।

* নারী তুমি জাগো *
✍️আলমগীর কবীর।

নারী খারাপ নারী বেশ্যা, নারীকেই ধর্ষন করো
তোমরা সব পুরুষজাত, নারীর কাছে নও বড়।
নারী হয়ে জন্ম দিয়ে, করছে তাঁরা মহাভুল
হয়ত আজ পাচ্ছে তাঁরা, সেই ভুলেরই মাশুল।
নারী একদিন জেগে উঠবে, এ ধরার মাঝে
কাপুরুষ সব ধবংস করবে, মা কালি সেজে।
জাগো নারী পুরুষ, জাগো জন্মদাত্রী মাতা
কাপুরুষকে ধবং করে, জুড়াও মনের ব্যথা।
ধর্ষনের সাতে আছে, যত ধর্ষক যুক্ত
তাদেরকে জ্যন্ত জ্বালিয়ে দিয়ে, করো ধর্ষন মুক্ত।
নারীর অধিকার করছে যারা, এ সমাজে ক্ষুন্ন
তাদের বিরুদ্ধে আন্দোলন করে, করো মনের আশা পূর্ণ।
জাতের মধ্যে সেরা জাতি, একমাত্রই নারী জাত
নারী তোমরা ধবংস করো, কাপুরুষদের করে আঘাত।
নারীদেরকে বন্দী রাখে, বর্তমানের পুরুষ সমাজ
পুরুষ চলে বুকফুলিয়ে, করে শুধু আকাজ কুকাজ।
নারী যখন একলা হয়ে চলে, কোনো রাস্তা দিয়ে
পুরুষজাতিইতো ধর্ষন আর, নির্জাতন করে গিয়ে।
তাইতো বলি নারী তোমরা, সেই পুরুষদের লাথি মারো
তাঁদের বুকের উপর পাড়া দিয়ে, পেট্রোল দিয়ে পুড়ে মারো।
এ সমাজে নারী তুমি, চুপ করে আর থেকোনা
অনেক ক্ষমা করিয়াছো, আরতো করা যাবেনা।
নারী সুরক্ষা যদি চাও, এখন থেকে কঠোর হও
আমিও নর, -হতে চাই নারী- আমাকেও সাথে নিয়ে যাও।

মন্তব্য করুন