Skip to content

নারী – কমল মাইতি

নারী
      কমল মাইতি

হৃদয়ে ভরেছে যে সাগর-মন্থন অমৃত-ভান্ড
তারে দেবো সাতনরি হার খুঁজিয়া ব্রহ্মাণ্ড।
দেবী-অপ্সরা পায়নি আজও যে উপহার
তাকে দিতে তা প্রেমিক সহিছে বজ্রপ্রহার।

নারীহৃদয় বিগলিত হয় পুরুষের বুকে পাষাণ
নারী চির বেদনা বিধুর পুরুষের রাখে মান।
স্বামীর তরে সতী যদি করে চিরকাল প্রাণত্যাগ
রুদ্ররূপ ত্যাগিয়া পুরুষ এবার দিবে সোহাগ।

নারী জ্ঞানে গুণে বীর্যে ছিল পুরুষের সমকক্ষ
প্রথা-কথা দিয়ে বেঁধে পুরুষ পুরেছে আপন লক্ষ।
পাতাল প্রবেশ আর কতকাল কার শুভ লাগি
রাজ্য লিপ্সা দেখিয়া রাবণ হাসিছে পুণঃ জাগি।

কারো দয়া লাগিবে না আর জাগিছে লক্ষ্মী-তারা
তাদের শাসনে হবে ধরিত্রী প্রেমেতে বাঁধন হারা।
মিথ্যা মায়ার মোড়ক বানিয়ে সাজিয়েছে  গৃহলক্ষ্মী
শিবের বক্ষে পা দিয়ে জাগে এই ধরিত্রীর শক্তি।

মন্তব্য করুন