Skip to content

নারীর নীরবতা… – অথই মিষ্টি

তুমি অভিজ্ঞতায় অভিনবত্বের মুখ্য বিষয়,
স্পষ্ট সর্বোচ্চের সাহায্যকারী তুমিইতো নারী,
বিজয়ের লক্ষ্যে বীরত্বের অনুপ্রেরণা কারী।

হোক না পরনে তোমার,
সাদা-মাটা সাধারণ মানুষের মলিন শাড়ি।
তালাশ করো তোমার মাঝেই শুপ্ত রয়েছে,
হয়তো কোনো এক মহাময়ী মহীয়সী নারী।

নারী তুমি শ্রেয় শ্রেষ্ঠত্বে মাঝে,
মানবতা সে তো মুখ্য বিষয়,
তবু্ও তোমাকেই উত্তম সাজে।

তুমি পূর্ণ হে নারী,
মমতাময়ী মাতৃত্বের মাঝে,
অশ্রুজলে শিক্ত হয়েও তুমি, হে নারী
কোমলময়ী আর উজ্জল হাঁসি মুখে সকল কাজে…

মন্তব্য করুন