Skip to content

নাড়া মাঠের স্মৃতি – মোঃ রুহুল আমিন গাজী

সকাল বেলা খেলার মাঠে
যেতাম সবাই মিলে,
মোদের সময় খেলার মাঠটা
ছিলো ধানের বিলে।

খেলার জন্য মাঠ বানাতে
অনেক কষ্ট হতো,
মাঠের জমি বাছাই করতে
ঝগড়াঝাঁটি কতো।

অনেক বোঝা পড়ার পরে
মাঠের জমি মেলে,
বেজায় খুশি সব বন্ধুরা
সম্মতিটা –পেলে।

মাঠের নাড়া বাছাই করা
পাল্লা দিয়ে চলে,
খেলা নিয়ে নানান বন্ধু
নানান কথা বলে।

সকাল থেকে দুপুর বেলা
কাটে এমন ভাবে,
বল ব্যাট কিনতে দোকানে যে
কার সাথে কে যাবে।

সবাই মিলে মাঠের কাজে
ছিলো সবাই তবে,
খেলার আগে বলে সবাই
খেলবে কিন্তু সবে।

কতো আমোদ কতো মজায়
খেলায় কাটে বেলা,
জিততে হবে যেমন করেই
নয়তো কোনো হেলা।

এমন ভাবে কাটতো মোদের
খেলা ধুলায় মাঠে,
সন্ধ্যা নামলে—হাত মুখ ধুয়ে
মন ছিল যে পাঠে।

মন্তব্য করুন