Skip to content

নাকের গুহায়

ব্রিজে দাঁড়িয়ে ভাবছি তোমার কথা, বালকের চিৎ সাঁতারে ফিরে আসে আমি, ট্রেনের হুইসেলে কেঁপে ওঠে এখনও পুরাতন শার্ট এবং কষ্টের আর্ট।
হঠাৎ বাতাসে কিছু চুল কিছু ভুল ওড়ে গেলো নির্ভুল ঠিকানায়, চেয়ে আছে ভাসমান কচুরিপানা।
এখনও বয়ে চলে নদী ও বুক, ভাঙে সমানে সমান।
কীভাবে হারিয়ে ফিরে এসে চলি আবার জেনেছে আঙুল, জেনেছে কষ্টের থার্মোমিটার।
আমার স্নায়ুতে খেলা করে এক রঙিন খেলোয়াড়, ভুলের পরিধি পেরিয়ে দেখেছি সবুজ খামার।
সীমান্তে পা রেখেই বুঝেছি কষ্টের মর্টার শেল গুড়িয়ে দিয়ে চলে যাবে সোল্লাসে।
আমি ভেতরে ধার দিয়ে রেখেছি একটি তলোয়ার, কেটেছি বনের গাছ, নগরের বাস থেকে ডোবার মাছি ওড়ে এসে হারিয়ে যায় নাকের গুহায়।

মন্তব্য করুন