Skip to content

নসিব—মানুষ আজিজ

মেহেদি হাতে রাঙা হাতে হাত রাখবে না আর?

বিজ্ঞরা ঠিকি বলতো , নসিবে থাকতে হয়।

তোমাকে পাওয়ার মত ভাগ্যবান আমি নই।

তবুও খোদার দরবারে ভোরের প্রার্থনাতে বলি,

আমারা যেন মিলিত হতে পারি।

পাড়ার ওরা বলে, আসবে না । হবে না।

তাই ভাবি বসে বসে…

কতদিন থেকে মনের দুয়ার খোলা ..আসছো না।

কত দেরি করতেছ আসতে….

জানি তুমি আসবে।
কখনো অপুন্নতা অভিশাপের মত লাগে।

ভয় হয় , যদি না আসো …
যদি হারিয়ে যাও….

খোদাকে ডাকি…
জানি আসবে ..
তোমার হাতে মেহেদি দিয়ে আমার নাম লিখবে ।

মন্তব্য করুন