Skip to content

নয়তো তাদের দেখে লেখা – রাজা চক্রবর্তী

এক ঝাঁক পাখি আর একরাশ মেঘ নয়,
নয়তো তাদের দেখে কবিতা লেখা।
এ শুধু এক বাস্তব জীবনে মনের পাহাড় গড়া,
গড়ে তোলা সৃষ্টির স্বপ্ন-সাধনার, ঘর বাঁধা শেখা।

এ তো নয় সবুজ বাগানে, নিজেকে লুকানো।
ফুল তুলে, হাওয়ায় ভেসে বেড়ানো…….
এ শুধু নিজের মনের কাছে, নিজেকে মিলানো।
বেঁচে থাকার রসদ জোগানো…….

এ শুধু শ্রাবণের অবিস্রান্ত বৃষ্টির দিনের,
পাগল পাড়া নদীর মতো, ভাঙ্গা গড়ার খেলা।
এ শুধু মনের ছেঁড়া তারে, সুর তালের ইশারা,
এখানে সবকিছু খোলা নয়, রসদেও তালা।

এ শুধু নিজেকে নিজের থেকে,
সরিয়ে রেখে, সহ্য করে যাওয়ার অবহেলা।
এ শুধু জীবন বাজি রেখে,খোলামেলা পরিবেশে
সবুজ অবুঝ দের সাথে, ভাসে চলা জীবনের খেলা।

1 thought on “নয়তো তাদের দেখে লেখা – রাজা চক্রবর্তী”

মন্তব্য করুন