Skip to content

নব প্রভাতের গান – প্রসূন গোস্বামী

বসন্তের বিদায়ে গ্রীষ্মের বীণা বাজে,
পুরনো দিনের জীর্ণ পাতা ঝরে ঝরে।
আকাশে মেঘের রঙিন রাজকীয় মেলা,
নতুন প্রভাতে আলোর কাঁথা বিছায়ে ফেলা।

হে প্রভাত, তোমার আলোয় জাগুক প্রাণ,
প্রতিটি প্রাণে প্রাণে বয়ে যাক নতুনের গান।

নবজাগরণের সুরে মনখানা ঝলমলে,
গান গায় কত পাখি কিশোর বাতাসে।
প্রকৃতির বুকে নবজীবনের আভাস,
হৃদয়ে জাগে আশার নতুন আকাশ।

ওই দেখা যায় প্রকৃতির নব জাগরণের খেলা,
প্রতিটি পাতায় পাতায় জাগে জীবনের মেলা।

ধানক্ষেত হাসে সোনালি রোদের ঝলকে,
মাতোয়ারা মন মাতে ফুলের সুবাসে।
ইচ্ছে করে জীবনের নতুন গান গাইতে,
দরজা খোলে ভবিষ্যতের, স্বপ্নের রঙে আঁকতে।

হে প্রকৃতি, তোমার সোনালি রোদে মিশে যাক আমার গান,
জীবনের প্রতিটি সুরে বাজুক নতুনের প্রাণ।

ধ্রুপদী তালে মৃদু মলয় ঘণ্টা বাজে,
পাতায় পাতায় রূপের আঁচড় কাটে।
প্রকৃতির মুখে হাসি ফুটে ওঠে নূতন,
জীবনের গানে সুখের জোয়ার, ভরে ওঠে মন।

হে জীবন, তোমার সুরে বাজুক আজই নতুন করে গান,
দুঃখ-কষ্ট সব যেন মিলে মিশে যায় দূরের প্রান্তে অবসান।

সাজুক প্রাণ নব উদ্যমে, উচ্ছ্বাসের সুরে,
অশ্রুজল মুছে যাক নব আশার নীরে।
ভালোবাসার আলোয় হোক সবাই আলোকময়,
সবার মনে যেন জাগে আনন্দের অমৃত সঞ্চয়।

মন্তব্য করুন