Skip to content

নবোন্মেষ ✍️আলমগীর কবীর

নবোন্মেষ
আলমগীর কবীর

যার হাত ধরে সাহিত্যে পা বাড়িয়েছি, আত্মকথা লিখার জন্য স্থান পেয়েছি তার নাম নবোন্মেষ।
মনে দুঃখ পেলে যেখানে গিয়ে মনটাকে একটু হালকা করতে পারি সেও আমার নবোন্মেষ।
আমি দিতে পারিনি কিছু, শুধু নিয়ে যাই
স্নেহ বালবাসা সেই নবোন্মেষ থেকেই পাই।
কখনো আমি হারিয়ে যাই দিগন্ত আকাশে
তবুও কোনো অভিমান নেই, অবহেলা নেই
আবার নবোন্মেষ কাছে ডাকে ভালবেসে।

মন্তব্য করুন