Skip to content

নবপল্লবে নবীন বেশে –রাজা চক্রবর্তী

রোদ্দুর তাপে, কি ভীষণ রাগে,
আকাশটা শুধু জ্বলছে।
মন ধুক পুক চাতকের বুক
তৃষ্ণায় ফেটে যাচ্ছে।

বটের ছায়ায়, শান্ত বাতাস চুপচাপ,
লুকিয়েছে মুখ লজ্জায়।
মেঘ বুঝি জল, ঢালবে কবে বল,
বৈশাখের জ্বলন্ত চিতায়।

ভরা নদী আজ, শুকায়েছে বুক
সুতো মতন শরীর খানি।
বয়ে যায় ধীরে, আঁকাবাঁকা সুরে
বর্ষাতে গান গাইবে জানি।

কাগজের মেঘ, উঁকি দেয় মাঝে,
নীল আকাশের জানলায়।
বৈশাখী ঝড়ে, নিভবে যাবে চিতা,
মন কেবল সান্তনা পায়।

কালো মেঘ গুলো, করে চিৎকার,
কালবৈশাখী আসে।
প্রখর তাপে তৃষিত হৃদয় কাঁপে,
এই বৈশাখ মাসে।

ধুলোবালি যত, উড়ছে শত শত,
ধুলার পরে এসে মিশে।
বৈশাখ তুমি, এসো ফিরে ফিরে,
নবপল্লবে নবীন বেশে।

1 thought on “নবপল্লবে নবীন বেশে –রাজা চক্রবর্তী”

মন্তব্য করুন