Skip to content

নপুংসক

শাহী হেরেমের খোজা প্রহরী
দেখে যাই নির্বিষ নির্নিমেষ
ঘন ধুসর কুয়াশা ঢুকে যায় মাথার ভেতর।

যখের ধন আগলে রাখে
বিষদাঁত ভাঙা ফানস
লেজের আছাড় ভয় ধরায় মনের ভেতর।

উপায়হীন হিম তাড়াতে জ্বেলে যাই দাবানল
ওম ছড়িয়ে পুড়িয়ে যাই নগর বন্দর বনাঞ্চল।

সাষ্টাঙ্গ সেঁধিয়ে পেটে, বসে আছি শামুকবৎ
দাবানলে পুড়েছে ডানা, তলপেটে প্রাচীন ক্ষত।

মন্তব্য করুন