Skip to content

নদী

নদী সতত প্রাণের কথা বলে
কতশত সভ্যতা লালন করে।
নদী এঁকে বেঁকে এগিয়ে চলে
স্রোতস্বিনী তরঙ্গিনী প্রবাহিণী তটিনী
জলধারায় সবুজ করেছে যেন ধরনী।
প্রয়োজনে খাত পরিবর্তন করে চলে
নদী মোহনায় প্রেমিক সাগরে মিলে।
মাঝি মাল্লারা দাঁড় টেনে টেনে নৌকাবায়
জেলে মাছ ধরেই তার সংসার চালায়।
নদীতে যেন জোয়ার ভাটা খেলে
ভরা গাঙে বান ডাকে বর্ষাকালে
মানুষ ভয়ে ভয়ে থাকে ঐ দু কূলে।
বন্যায় নদী করালবদনী সর্বগ্রাসী
দুখঃ ভরা নদী হউক না বানভাসি!
তবুও ঐ নদীই তো সৃষ্টির নামান্তর
শস্য – শ্যামল স্পর্শে মাতৃস্নেহদাত্রী
নীরবে বয়ে চলেছে নদী জন্ম জন্মান্তর।

মন্তব্য করুন