Skip to content

নদী ও নারী – রমেন মজুমদার

নদী ও নারী
———–
হৃদয়ে ভালোবাসা,
নদী ও সমুদ্র মিলে জীবনের প্রতিটি সুখ উচ্ছ্বসিত বসন্তের বাসরিকা –
কুঞ্জ কুহেলিকা নবপুষ্পের যৌবন
বিগড়িত আনন্দে ভরা——

নারীমন মাতৃ আরাধনার পুঞ্জিত সুখ করে সত্য দান
সন্ধ্যা আরতির সৌভিক ধূপের গন্ধে
সংসারে শান্তি ছড়ায়;
জলধারায় বুদ্বুদ বিম্বগুলি কমনীয় শস্যের জাগ্রত ফসল ।

নারীরা প্রেম দেয় এক অপূর্ব সৃষ্টির লক্ষ্যে
সংসার সুখী হয় সত্যিকারের স্বর্গীয়
আনন্দের ধারায়,
বিজড়িত কলঙ্ক মুছেদেয় কাব্যিক কবিতায়;
ফুলহয়ে ফুঁটে প্রতিটি
জীবনের চরণাক্ষর ।

নদী ও নারী দুইই সুন্দর ধরণীর
খেলাঘরে
জৈবিক চাহিদাও মিটেছে জল প্রবাহে ;
নিত্য সৃষ্টি হয় আনন্দময় জীবনের পারলৌকিক পুণ্য অর্জনের একখণ্ড
কাব্যময় একটি পূর্ণ কবিতা।

নদী ও নারী এক অপূর্ব জীবন ধারায়
মিশেছে পৌরুষ কুঞ্জে,
জীবনের সার্থকতা টেনেনেয় নীল বসন্তে।
**** ****
বেলামন্দির,10/12/2021

মন্তব্য করুন