Skip to content

নতুন বছর – রবীন্দ্রনাথ দাস।

আশায় আশায় বছর কাটে
নতুন আশা নিয়ে,
বছর শেষে সূর্য ডোবে
একই পোঁটলা দিয়ে।

বৃদ্ধ বছর শেষের পথে
নেই তো সময় হাতে,
নতুন বছর নতুন আশায়
জ্বালবো আলো রাতে।

পুবের আকাশ স্নিগ্ধ আলোয়
জাগবে যখন ভোরে,
মনের ঘরে প্রদীপ জ্বেলে
বরণ করবো তোরে।

দুঃখ সুখের ভারী বোঝা
রইবে তখন মনে,
নতুনের ওই উৎসাহেতে
চাপা রবে ক্ষণে।

নতুন আলোয় বছর শেষে
ঘুঁচলে মনের আশা,
স্বপ্ন দেখে জীবন তখন
বাঁধতে নিজের বাসা।

Tags:

মন্তব্য করুন