Skip to content

নতুন কে অভিবাদন – রাজা চক্রবর্তী

নতুন করে দে না আমায়,
নতুন করে দে,
পুরাতন যত ভুলত্রুটি ছিল,
উপড়ে ফেলে দে।

প্রখর তাপে বৈশাখের রুক্ষতা
বৃষ্টি হয়ে ধুয়ে দে,
পল্লবে পল্লবে শাখা প্রশাখায়
লজ্জা ঠেকে দে।

পুলকিত হোক সকল খানে,
নতুনের জয় মনেপ্রানে।
ভেসে যাক উল্লাসের স্রোতে
নব অরুণের সন্ধানে।

মুছে যাক সকলের কষ্ট ব্যাধি
নতুনের আবরণে।
পুরাতন রবি জ্বলবে আবারো
প্রভাতের নবারুণে।

তরুণদের জ্ঞানে, জ্ঞানময় হোক
প্রবীণরা জানাবে সম্ভাষণ।
আলোর পৃথিবী আলোময় চোখে
নতুনকে জানাবে অভিবাদন।

1 thought on “নতুন কে অভিবাদন – রাজা চক্রবর্তী”

মন্তব্য করুন