Skip to content

নতুন করে সৃষ্টি হবে – রাজা চক্রবর্তী

হঠাৎ করেই মেঘ জমেছে
আকাশ ফেটে বৃষ্টি হবে।
শুকিয়ে যাওয়া প্রাণের শহর
দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজবে কবে।

কত সকল অপমানের বোঝা
শরীর বেয়ে নামবে কবে।
শুকনো ক্ষতের দাগ গুলো সব
বৃষ্টি এলেই মিটবে তবে।

একটি ছাতার তলাতে দাঁড়িয়ে
উষ্ণ প্রেমে কাঁপবে কবে।
শহর জুড়ে দামাল বেশে
প্রচন্ড এক বৃষ্টি হবে।

উন্নয়নের প্রতিশ্রুতি ধুয়ে মুছে
আতস কাঁচেও স্পষ্ট হবে।
বৃষ্টি পড়ে ঝুপড়ি গুলো
ভাঙ্গলে তবেই গড়তে হবে।

অবহেলার কারণ শিকার
মিশবে কবে বুটের তলে।
সে সব একটু প্রাণ ফিরে পাক
হালকা ফুলকা বৃষ্টি জলে।

নাম না জানা প্রেমিক যত
ভালোবাসার অতল তলে।
ডুব দিবে প্রেম রূপ সাগরে
খুঁজে পায় না মন রসাতলে।

শহর জুড়ে ফাটবে বোমা
একসাথে সব মরবে কবে।
ধ্বংস হবে শহর বুঝি
নতুন কিছু সৃষ্টি হবে।

আবার কবে বৃষ্টি হবে
মুষুলধারে ভাসবে কবে।
ধ্বংস হওয়া এই প্রকৃতি
নতুন করে সৃষ্টি হবে।

1 thought on “নতুন করে সৃষ্টি হবে – রাজা চক্রবর্তী”

মন্তব্য করুন