Skip to content

নছিহত

নছিহত
এ.এস.এম সোহেল ভূঁইয়া।

খোকারে তুই রত্ন বাবার
নিঃশ্বাসের এক মায়া,
তোর বিহনে কাতরে মরে
তুই যে হৃদের কায়া।

সয়নে তুই স্বপনে তুই
এক পৃথিবীর আশা,
ইন্দ্রজালে বন্দি মা’য়ে
নির্মল ভালোবাসা।

তোর কাছে-রে চায় না কড়ি
গাড়ি বাড়ির চাবি,
শিউরে বসে শুনরে বাণী
এইটুকু তার দাবি।

কোমল গলায় বলবে কথা
দিস নে মনে ব্যাথা,
পিতা-মাতায় কষ্ট পেলে
নারাজ স্বর্গ দাতা।

তুই রে বাবার নয়ন মণি
সৃষ্টি জগৎ মাঝে,
দো-জাহানের সুখের ছায়া
পাবে তাহার রাজে।

দিস নে ধোঁকা অবুঝ ভেবে
সব বুঝেরে বাবা,
হাড় ভাঙা মা’র কষ্ট জ্বালা
সুখের কেবলা কাবা।

জন্ম যাহার জঠর ধরে
তুষ্ট করো তারে,
নইলে প্রভু ছাড় দেবে না
বাঁধবে পরপারে।

না খেয়ে মা রাখত তুলে
তর পছন্দের খাবার,
না পড়ে বাপ দিছে কিনে
আছে অনেক ভাবার।

নছিহত
এ.এস.এম সোহেল ভূঁইয়া।

খোকারে তুই রত্ন বাবার
নিঃশ্বাসের এক মায়া,
তোর বিহনে কাতরে মরে
তুই যে হৃদের কায়া।

সয়নে তুই স্বপনে তুই
এক পৃথিবীর আশা,
ইন্দ্রজালে বন্দি মা’য়ে
নির্মল ভালোবাসা।

তোর কাছে-রে চায় না কড়ি
গাড়ি বাড়ির চাবি,
শিউরে বসে শুনরে বাণী
এইটুকু তার দাবি।

কোমল গলায় বলবে কথা
দিস নে মনে ব্যাথা,
পিতা-মাতায় কষ্ট পেলে
নারাজ স্বর্গ দাতা।

তুই রে বাবার নয়ন মণি
সৃষ্টি জগৎ মাঝে,
দো-জাহানের সুখের ছায়া
পাবে তাহার রাজে।

দিস নে ধোঁকা অবুঝ ভেবে
সব বুঝেরে বাবা,
হাড় ভাঙা মা’র কষ্ট জ্বালা
সুখের কেবলা কাবা।

জন্ম যাহার জঠর ধরে
তুষ্ট করো তারে,
নইলে প্রভু ছাড় দেবে না
বাঁধবে পরপারে।

না খেয়ে মা রাখত তুলে
তর পছন্দের খাবার,
না পড়ে বাপ দিছে কিনে
আছে অনেক ভাবার।

মন্তব্য করুন