Skip to content

নকলবাজ – মোঃ ইব্রাহিম হোসেন

নকলবাজ
মোঃ ইব্রাহিম হোসেন

কত রঙের কত ঢঙের
বৈচিত্র্যময় জীবনখানা,
মিথ্যাবাদীর দাপট বেশি
সত্যবাদীর নাইকো পানা।

রঙিন ভুবন রঙিন মানুষ
আসল নকল যায় না বোঝা,
আজব জীবের বিচিত্র মন
মন বুঝা তার নয়কো সোজা।

সত্য যদি একটা বলে
হাজার মিছায় চলন বাঁকা,
বুঝে না সে বুঝবে কবে?
মিছা মানেই জীবন ফাঁকা।

মিথ্যা দিয়ে হয় না গোপন
যায় না কভু সত্য ঢাকা,
আজ বা না হোক কালকে হবে
সত্যবাদীর ঘুরবে চাকা।

মিথ্যা আনে ধ্বংস ডেকে
সত্যতে দেয় মুক্তি ভবে,
নকলবাজের নকল রূপের
পড়বে ধরা বিলীন হবে।

মন্তব্য করুন