Skip to content

ধর্ষিতা

মূর্ছিত কিছু শব্দে তুমি সমন্বয়
অক্ষরে অক্ষরে ধর্ষিতা হয়ে হাসো!
এক মুখোসেই মলাট ঘেমে যায় কান্নায়
মুখসেও প্রকারভেদ এনে খুব ভালো বাসো !

কালকে যাকে ভালো বেসে
পাগল করেছিলাম
আজকে তার পাগলামি তে
বেঁচে থাকা দুস্কর

কালকে যার বালিশে
বিশ্বাসের সুবাস রেখেছিলাম
আজকে সে জানালায় ডেকে
দেখায় ভালোবাসার ঘর

প্রতিশোধ যেন ইঁদুরের মতো আলগা করে মাটি
মুহূর্তে মুহূর্তে দেহ কুরে কুরে খায়
যেটুকুতে বেঁচে আছি এই অব্দি, সেটাও বাঁটি
নিজের রক্ত নিজেই খেয়ে সাধ মেটাতে হয়

মন্তব্য করুন