Skip to content

দ্বিতীয় প্রেম-নন্দিনী সাহা

ভ্রমর কালো চোখ তার…
মাথার দুদিকে লম্বা দুটো বিনুনি
নাকের ডগায় সবসময় থাকে রাগ
মেয়ে তো নয়,আস্ত একটা শাকচুন্নি!

পাড়ার মোড়ে দেখেছিলাম প্রথম
দৌড়চ্ছিল হার্টবিট ফার্স্ট ফার্স্ট
দু’জোড়া চোখের হয়েছিল শুভদৃষ্টি
ছিল সেটা সর্বনাশ হওয়ার মাস!

হিসেব যাচ্ছিল সব গোলমাল হয়ে
জানা অঙ্ক কষতে হচ্ছিল ভুল
গলায় পরে থাকে সে সাত নড়ি হার
আর পায়ে পরে সোনার নূপুর।

ভাবিনি আবার কখনো পড়বো প্রেমে
কিন্তু ভবিতব্যের বিধি কে খন্ডায়!
নূপুর পায়ে করে সে উদয়াস্ত ছুটোছুটি
আজকাল আমার মনের দাওয়ায়।

নিজেকে নিজে তারপর করছিলাম প্রশ্ন
আচ্ছা,এমন কী সত্যি সত্যিই হয়?
সব লজিক ক্যালকুলেশন গিয়েছিল ঘেঁটে
বুঝেছিলাম-প্রেম একবার নয় দ্বিতীয়বারও হয়।

মন্তব্য করুন