Skip to content

দোভাজা সুখ -রমেন মজুমদার

বয়ঃসন্ধির কবিতা
পূর্ণতা আসুক যৌবনে
—–
দোভাজা সুখ
–রমেন মজুমদার
25/07/2023
রাতকে বলে দাও অস্ত যাক দেরিতে
সবিস্তারে সান্নিধ্যের ঠুংরি বেজে উঠুক
মহুয়া তালে।

ফলাও করে না হয় নাই হলো,
গল্পের ডানায় মসৃণ হোক কাহিনী
দুকদম এগিয়ে ফিল্টারিং হোক
নিপল বাহিত দুধ।

ঢাকনা তুলে দৃষ্টিদান করে দেখ,
উনুনের উত্তাপ সৌহার্দ্যের ইঙ্গিত বহন করে কি না ?
স্বাস্থ্যের অনুলিপি পুষিয়ে দেয় রাত!
যৌবতী সূর্যের আলোতে স্নানকরে পথিক।

চাহিদার খৎনায় কলম চুষেনেয় সরল কবিতার অক্ষর;-
মূল্যের রাজদণ্ড তালিকা নিষ্পেষিত হয়
নরম হাতে!
আনকোড়া পৌরুষ উজাড় করে পকেট;
ঈশ্বরের শক্তিটুকু সম্পাদিত হয় জলায়…
আদৌ যাকে ভালোবাসলাম সে কি
দেবী না অবলা।

জিঘাংসার খুনসুটি শেষ করে প্রেমবাহিত রোগ;
মাঞ্জাদিয়ে কটিদেশ করে ক্ষতবিক্ষত!
হিস্কিতোলা শ্বাস আদানপ্রদান করে
ইচ্ছার দুকূল জুড়ে;
বিনয়ের সাথে সম্পাদিত হোক গল্পরে কাহিনী

ক্ষণে ক্ষণে কবিতারা ধর্ষিত হয় কবির কলমে;
দোভাজা সুখ খৈ হয়ে ফুটুক উত্তপ্ত আগুনে।
বয়ঃসন্ধির কবিতা আবৃত্তি করে দুকূলের যাত্রীরা ।।
—-শিখামন্দির

মন্তব্য করুন