Skip to content

দেয়ালের বাইরে- এম এইচ মোবারক

পৃথিবীটাকে খুঁজছি দেয়ালের বাইরে বসে,
কয়েকটা শব্দের পরেই তোমার আঙ্গুল কামড়ে ।
নিজেকে ভাসাচ্ছি দার কাকের পালকে পালকে,
আজ থেকে শুরু হবে উষ্ণ ছোঁয়ার চিত্রায়ন।

পালছেড়া বাতাস খুলে দিচ্ছে তোমার শরির,
তাতে আরও বেশি ক্লান্ত হচ্ছে দু’জনের নরম ঠোঁট।
চিরচেনা কন্ঠে নয়, কথা হবে দমে দমে,
দৃষ্টি খুজে পাবে বহু শখের কামনার চিত্র।

পরম আবেশে লেগে আছে শরিরে শরির,
বিদ্যুত চমকালেও এক মনেই চলছে উষ্ণ আলিঙ্গন।
আকাশের জল গলে গলে পরছে প্রতি শ্বাস-প্রশ্বাসে,
তৃষ্ণার্ত হৃদয় আরও গলতে চায় আজ এ মধুক্ষনে।

মন্তব্য করুন