Skip to content

দেশ মাতৃকা (উপকার)

এ আমার দেশ এ আমার মাটি
সোনার ফসলে লুটোপুটি
এ আমার মা আমার জন্মভূমি
হীরে মোতি মানিক্য তুমি,
মুন্নিগাইএর গলে ঘন্টাধ্বনি
আমার শান্তগ্রামে সুখ হাতছানি
দুঃখ ভুলিয়ে ডাকে আনন্দধামে
খুশিকম্বলে হেথা শীত গেছে কমে,

গোরুর গাড়ির চাকা ক্যাঁচক্যাঁচ বাজে
ঠিক যেন সানাইয়ের মধুর আওয়াজে
ক্ষেতে ক্ষেতে শষ্যের রঙিন পসরা
নববধু যেন দেখি সালঙ্কারা,

এ মাটিতে যবে আমি চালিয়েছি হাল
তোমার মমতা খুঁড়ে আমার সকাল
কেন তবে পূজি হয় ৎব না এ ধরিত্রীরে
যে আমায় নিয়ে যায় সুখের ঘরে,

এ মাটিতে জন্ম হয়েছে যার যার
পেয়েছে স্পর্শ তোর স্নেহ ভালোবাসার
নেই রে আপন পর সব একাকার
সবের মধ্যে দেখি তোরই উপকার,

বুদ্ধ নানক পুষ্পবাগে গান্ধী তিলক ফুল
রবীন্দ্রনাথ আর সুভাষে মশগুল
সাহসে হরিৎ হরি সিং নালোয়ায়
লাল বাহাদুর লালে লাল সব ঠাঁই
বাসন্তী ভগৎ শান্তি জহরলাল
বিবেক অরো পুষ্পে পূত সকাল
বিনয় বাদল দীনেশ ফুলের দল
প্যাটেল আজাদ মাতঙ্গিনী ঊজ্জ্বল
ফুলে ফুলে ছয়লাপ এ স্বর্ণখনি
এ মাটিতে শোন তাঁদেরই পদধ্বণি ,

যুগে যুগে মাগো ঠাঁই চাই তোর কোলে
শান্তি বাতাস আছে তোর অঞ্চলে,
তুইই সেরা শ্রেষ্ঠ অতুলনীয়া,
ধন্য আমি এ মাটিতে জন্মিয়া ,
পূর্বজদের দেখানো সে রাস্তায়
পথিকেরা সুখে তোরই জয়গান গায় ….

ঋণ: কল্যানজি-আনন্দজি

////02/05/2021//দেশের মাটি

মন্তব্য করুন