Skip to content

দেশের অবস্থা —– জামাল ভড়

দেশের অবস্থা
জামাল ভড়
জাপানীরা ব্যস্ত থাকে নিয়ে নিজের কাজ
পায়না সময় কারো সাথে গল্প করা আজ
মেট্রোরেলে চড়ে যখন যাচ্ছে দেখো অফিসে
ল্যাপু নিয়ে আপন মনে করছে কীসব বসে ।

আমেরিকার দাদাগিরি জানে সবাই বিশ্বজুড়ে
লাগিয়ে বিবাদ ঘরে ঘরে খবরদারি পাতাল ফুঁড়ে
সাপের মুখে চুমু খেয়ে ব্যাঙের মুখেও চুমায়
অস্ত্রবেচার উপার্জনে দিব্যি সুখে ঘুমায় ।

রাশিয়া তো গায়ের জোরে দেয় দেখি পাল্লা
কোন দেশ ডাকে গডে কোন দেশ আল্লাহ
ষাঁড়ে ষাঁড়ে লড়ালড়ি ছোট দেশ ছারখার
সাধারণ মানুষের জীবন হয়ে ওঠে জেরবার ।

ভুঁই ফুঁড়ে কোথা থেকে উঠে আসে চায়না
ওস্তাদি করার মতো দেশ খুঁজে পায়না
তবুও কোন দেশে ঠাঁই করে নিয়ে সে
সামরিক সহায়তা রাশি রাশি দিয়েছে ।

দেশে দেশে থাবা দিত এককালে সে শের
সেই ইউ কে দেখি প্রভাব তবু খাটায় ঢের
বংশের মর্যাদায় আছে তাদের কৌলিন্য
মাঝেমাঝে তাই তারা হয়ে ওঠে বন্য ।

অতশত বাজে কাজে মন নেই ইণ্ডিয়ার
নিত্য লেগে আছে শতেক ঝামেলা তার
কোন্ মন্দির ভেঙে হয়েছে কোন্ মসজিদ
খুঁজে খুঁজে বের করায় ধরে আছে জিদ ।

উন্নয়ন সিকেয় তুলে মেতে আছে ধর্মে
মন পড়ে মন্দিরে মন নেই কোন কর্মে
মন পড়ে মসজিদে নামাজিরা দলে দলে
দখলে পাঞ্জা লড়ে আল্লাহু আকবার বলে ।

পেটে নেই দানাপানি জিনিসের দাম বাড়ে
সব কিছু ফেলে দিয়ে ধর্মই মন কাড়ে
সাঁই সাঁই করে যখন এগিয়ে যায় বিশ্ব
দিনে দিনে আমাদের দেশ হয়ে যায় নিঃস্ব ।

মন্তব্য করুন