Skip to content

দেবী দর্শন

বন্ধু তোর বাড়ি আসছি কাল
দরজা খুলে রাখিস, বাড়ির দাওয়ায়
ভাংগা চেয়ার খানা, ঘরের বেড়ায়
ঠেস লাগিয়ে রাখিস।

পেছনে আর উলটে যেন না যাই
সেই সেদিনের বৈচি বিকেল বেলায়
সন্ধ্যা রাগের আবির রাঙা আলোয়
আগুন জ্বালে ঝিলের কালো জল,
উলটে আমি পড়ব না কেন বল…

ঝিলের আলো গায়ে মেখে যদি
ভেজা আচল পেঁচিয়ে ওঠে দেবী
ভাঙা চেয়ার পতন কি আর রোধে
চোখের কোনে দেবী খোঁজার ছল।
উলটে আমি পড়ব না কেন বল…।

মন্তব্য করুন