Skip to content

দুর্বোধ‍্য নালিশ -(মাহ্ফুজ নবীন)

কবিতার শব্দে
ক্ষমার অর্থে,
জমানো রোদের আলো
জমাট কষ্টের
দুর্বোধ‍্য নালিশ,
আর কত লাগে ভালো

বেহালার সুরে
করুণ বাণী,
উচ্ছাসে দুটি চোখের জল
একটু খানি
সুখে হাওয়া,
তোমার ফিরিয়ে দেয়া অনল

শিউলী ফুলের
অতল সাগর
তোমার স্মৃতির আলিঙ্গন
ঝলসে যাওয়া
ভোরের কাছে
নির্দয় তোমার ছোট্ট মন

ধুলোর পথে
অচিন প্রিয়
ঠিকানায় লক্ষ্য আবার ফেরা
এমন তরী
মন কেড়েছে,
উত্তাল সমুদ্রে সত্যি দিশাহারা।

মন্তব্য করুন