Skip to content

দুরন্ত মহাসড়ক – হৃদয়ের যাত্রাপথ – প্রসূন গোস্বামী

খেলা নয়, প্রিয়া, প্রেম কোন রঙিন ছকের বন্ধনে বাঁধা।

এ জীবন সুদীর্ঘ দুরন্ত মহাসড়ক,
যেখানে মৃদু হাওয়ায় দুটি মন পাখনা মেলে,
আকাশ ছেয়ে উড়ে যায় অজানার দিগন্তে।

সামনে পাহাড়, নদী, বনভূমি, শহরের ঝলমলানি,
হয়তো ঝড়বৃষ্টি, থমকে পড়া আলো, ভাঙা রাস্তাও আছে।

কিন্তু, হাত ধরে হাঁটতে হবে পাশে পাশে,
দু’জনার পা ফেলে চিহ্নিত করতে হবে পথের মানচিত্র।

প্রেমের চোখে দেখতে হবে জগতের রূপ,
সুখ দুঃখে ভাগ করে নিতে, অশ্রু মুছে দিতে।

গন্তব্য নেই জানার, অপেক্ষা নেই শেষ নিঃশ্বাসে,
চলার আনন্দই প্রেমের সার।

রাস্তায় পড়ুক কাঁটা, ধোঁয়াশা ঢাকুক দৃষ্টি,
হারিয়ে না ফেলা হাত, এটাই প্রেমের মন্ত্র।

মনে রাখো, প্রিয়া, প্রেম কোন জয়ী-পরাজিতের খেলা নয়,
দুই হৃদয়ের যাত্রা, মিলনের অবিরাম গান।

যখন প্রতিটি পদক্ষেপে ভালোবাসার সুর ঝংকৃত হবে,
তখনই মহাসড়ক হয়ে যাবে রূপকথার রাজপথ।

তাই চলো, হাত ধরে, দূরন্তে, অনন্ত স্বপ্নের দিকে,
হৃদয়ের এই যাত্রাপথে।

মন্তব্য করুন