Skip to content

দুই পৃথিবী- মানুষ আজিজ

বাংলাদেশ মানে সবুজ ধানের ক্ষেত,
বাংলাদেশ মানে মাটির ঘরের বাসা,
বাংলাদেশে মানে শীত সকালের খেজুর রস!
বাংলাদেশ মানে বৃস্টিতে থই থই করা নিরালা বিল,
বাংলাদেশ মানে ভোর রাত্রিরে মোয়াজ্জেমের আযানের শব্দ,
বাংলাদেশ মানে কড়া দুপুরের বিষন্ন মন!
বাংলাদেশ মানে নুপুর পায়ে একাকী মেয়ের হেটে চলা মেঠো পথ ।
বাংলাদেশ মানে ভাপা পিঠার দুয়াটে ঘ্রাণ ।
বাংলাদেশ মানে শেষ বিকেলে নদীর বুকে গৌধুলী বেলা।
বাংলাদেশ মানে তোমার বাড়ির লাল টিনের ছাদ।
বাংলাদেশ মানে জলপাই বনে খরগোশের কুড়ে ঘর।
বাংলাদেশ মানে সন্ধ্যায় পথ ভুলা মানুষ ।
বাংলাদেশ মানে পুকুর পাড়ে মৌচিফুলে ভরে থাকা বাঁশঝাড় ।
বাংলাদেশ মানে ঝিলে জলপায়রার ছুটোছুটি।
বাংলাদেশ মানে অভিমানী সম্পর্ক কেউ কাউকে দীর্ঘ দিন না দেখা।
বাংলাদেশ মানে মায়ের মায়াবী আচঁল ।
বাংলাদেশ মানে একা হেটে চলা নিরহ মানুষ।

বাংলাদেশ মানে শেয়াল শকুনের আইন শাসন।
বাংলাদেশ মানে মিথ্যার রাজধানী।
বাংলাদেশ মানে চিকিৎসকের ভুল চিকিৎসায় মৃত্যু।
বাংলাদেশ মানে পদে পদে প্রতারনার ফুলঝুড়ি!
বাংলাদেশ মানে আয় থেকে ব্যায় বেশি ।
বাংলাদেশ মানে সাম্প্রদায়িকতার দেশ!
বাংলাদেশ মানে শিক্ষা শেষে বেকার জীবন !
বাংলাদেশ মানে দালাল/ দরবেশের কারখানা
বাংলাদেশ মানে আমলাদের পৈশাচিক আচরন।
বাংলাদেশ মানে রাস্তা ভাঙ্গা পথ ঘাটে মৃত্যু ।
বাংলাদেশ মানে মানুষের কাছ থেকে মানুষের বিশ্বাস হারানো।
বাংলাদেশ মানে বিসিএস পরীক্ষা দিয়ে কসাই হওয়া।
বাংলাদেশ মানে অনিয়ম তোমার কাছেই বার বার ছুটে যাওয়া।

মন্তব্য করুন